E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সোনাইলতলাকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা

২০১৬ আগস্ট ০৯ ১৮:৩৯:০৪
সোনাইলতলাকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় সোনাইলতলা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান নারজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম এই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলী প্রিন্স বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদ রুখতে সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে। মতবিনিময় সভায় শতভাগ বাল্যবিয়ে মুক্ত হওয়ায় সোনাইলতলা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করেছে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। অনুষ্ঠান শেষে সোনাইলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও পরিদর্শন করেন বাগেরহাটের জেলা প্রশাসক।

(একে/এএস/আগস্ট ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test