E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রঙিন হয়ে আসছেন চিত্রনায়িকা তমা মির্জা

২০২০ ফেব্রুয়ারি ০৫ ১৬:৫০:২৮
রঙিন হয়ে আসছেন চিত্রনায়িকা তমা মির্জা

বিনোদন ডেস্ক : সর্বশেষ ‘গহীনের গান’ সিনেমা দিয়ে মাতিয়েছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। তিনি ঢাকাই ছবির চিত্রনায়িকা তমা মির্জা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এবার তিনি কাজ করলেন একটি বিজ্ঞাপনে। মমতাজ নাম্বার ওয়ান গোল্ড মেহেদীর এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে কলকাতায়।

মমতাজ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গত কয়েক বছর ধরে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় একই পণ্যের বিজ্ঞাপনে হাজির হতে যাচ্ছেন এই নায়িকা।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) কলকাতায় বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়। এটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৌমেন সুর। নাচ ও গানের সমন্বয়ে এই বিজ্ঞাপনে নতুনত্ব রয়েছে বলে জানা যায়।

তমা মির্জা বলেন, ‘মমতাজ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কয়েক বছর ধরে কাজ করছি। তারই অংশ হিসেবে মেহেদীর বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছি। সামনে এই গ্রুপের অন্যান্য পণ্যের সঙ্গেও কাজ করবো।’

জানা যায়, খুব শিগগিরই বিজ্ঞাপনটি দেশের সব চ্যানেলে প্রচারে আসবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২০)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test