E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পিছিয়ে গেল ‘দাওয়াত-এ-ইশক’

২০১৪ আগস্ট ১২ ১১:৩৪:২৯
পিছিয়ে গেল ‘দাওয়াত-এ-ইশক’

বিনোদন ডেস্ক : দুই সপ্তাহ পিছিয়ে গেল ‘দাওয়াত-এ-ইশক’ ছবির মুক্তির তারিখ। পরিণীতি চোপড়া এবং আদিত্য রায় কাপুর অভিনীত বছরের অন্যতম প্রতীক্ষিত এ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর। কিন্তু তা পিছিয়ে গিয়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর।

যশরাজ প্রোডাকশন হাউসের এই ছবিটি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ছবিটির প্রচারের জন্য আরও কিছু পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। এখন বলিউডি ছবিতে প্রচারকার্যটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অনেক সময় খুব ভালো ছবি প্রচারের অভাবে দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয় না। আবার অনেক সময় খুবই সাধারণ ছবি ভালো প্রচারের জন্য ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তাই ‘দাওয়াত-এ-ইশক’ সিনেমার সঠিকভাবে প্রচার যাতে হয় সেজন্য ছবির মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন খোদ পরিচালক হাবিব ফৈজল। হায়দ্রাবাদের সেলসগার্ল এবং লক্ষেৗর বাবুর্চির প্রেম কাহিনী দেখার জন্য এখন দর্শকদের অপেক্ষা করতে হবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এদিকে ‘দাওয়াত-এ-ইশক’-এর মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে, খুড়তুতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে লড়তে হচ্ছে পরিণীতি চোপড়াতে। কারণ প্রিয়াঙ্কার আত্মজৈবনিক চলচ্চিত্র ‘মেরি কম’ মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর। এর আগে গত বছর একই দিনে মুক্তি পায় প্রিয়াঙ্কার ‘জাঞ্জির’ ও পরিণীতির ‘শুদ্ধ দেশি রোমান্স’। দুই বোনের এ লড়াইয়ে জয়লাভ করেন পরিণীতি।

(ওএস/এইচআর/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test