E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দেবের সাথে দেখা হলো না !

২০১৪ আগস্ট ১২ ১৮:৫৯:৪৬
দেবের সাথে দেখা হলো না !

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়ক দেব গত বছর ঢাকায় এসে ‘বুনোহাঁস’ ছবির কাজ করেছিলেন। সে সময় ফেসবুকে বাংলাদেশের ভক্তদের জন্য তিনি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।

প্রশ্ন ছিল কোন কোন বিমানবন্দরে ছবিটির দৃশ্যধারণ হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দশজনকে নির্বাচন করা হয়েছে।
কলকাতায় আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘বুনোহাঁস’। এ উপলক্ষে সেখানে ১৪ আগস্ট জমকালো আয়োজনে এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। কুইজ বিজয়ী ১০ ভক্ত এতে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। তারা হলেন জিল্লুর কামাল, ফজলে রাব্বি, শ্রাবণী হালদার রাখি, মিউজিকলাভার প্রীতম, প্রিয়াংকা জান্নাহ প্রিয়া, নুসরাত নাওয়ার, অনিক দাস, আশিকুজ্জামান আকাশ, হিমু রহমান ও বিকাশ পাল। ১১ আগস্ট রাতে দেব তার ফেসবুক পেজে নির্বাচিত দশ ভক্তের নাম জানান। তিনি বলেন, ‘প্রিমিয়ারে আমার সঙ্গে অংশ নেওয়ার জন্য নির্বাচিত সৌভাগ্যবান কয়েকজন বাংলাদেশি বন্ধুর নাম দিলাম।’
দেবের ব্যক্তিগত সহকারী সায়ন্তন রায় জানিয়েছেন, বাংলাদেশ থেকে বিমান কিংবা রেলপথে কলকাতায় যাওয়ার ভিসা ও যাতায়াতের ভাড়া বিজয়ীদেরকেই বহন করতে হবে। কলকাতায় পৌঁছার পর থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হবে দেবের পক্ষ থেকে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভাগ্যবান ভক্তদের প্রায় সবাই। তাদের প্রশ্ন, মাত্র তিন দিনের মধ্যে কীভাবে ভিসা নিয়ে কলকাতায় যাওয়া সম্ভব? দেবের সঙ্গে ছবি দেখার সুযোগ পেয়েও হাতছাড়া করতে হবে ভেবে হতাশ তারা। তাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন তৈরি পর্যন্ত দেবের পক্ষ থেকে কোনো আশার বাণী দেওয়া হয়নি।
প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটিতে দেবের সহশিল্পী মুনমুন সেন, শ্রাবন্তী, তনুশ্রী, বাংলাদেশের পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test