E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সমাজতাত্ত্বিকরা বললেন পুরুষ নগ্নতা অশ্লীল নয়!

২০১৪ আগস্ট ১৩ ১৫:১২:৩৯
সমাজতাত্ত্বিকরা বললেন পুরুষ নগ্নতা অশ্লীল নয়!

বিনোদন ডেস্ক : বি-টাউনে নগ্নতা-অশ্লীলতা বিতর্ক হাত ধরাধরি করে চলে। এখন আমির খানের নগ্ন পোস্টার নিয়ে অনেক কিছু

লেখালেখি হচ্ছে, বলাবলি চলছে। কিন্তু সমাজতাত্ত্বিকরা বলছেন, পুরুষ-নগ্নতা ভারতীয় সমাজে নতুন কিছু নয়, অর্থাৎ অশ্লীল নয়।

নয়ের দশক থেকেই এ দেশে শুরু হয়েছে পুরুষ ন্যুডিটির ধারা। সময়ের থেকে অনেকটা এগিয়ে থেকে এই ধারার সূত্রপাত করেছিলেন সালমান খান, সঞ্জয় দত্ত। তারাই দেখিয়েছিলেন, শার্ট খুলে ফেললেও সুন্দর লাগে পেশিবহুল-পুরুষ-সৌষ্ঠব। তবে একজনের নাম না করলে এই প্রসঙ্গ অসম্পূর্ণ, তিনি হলেন মিলিন্দ সোমান। মধু সাপ্রের সঙ্গে তার সাহসী বিজ্ঞাপন নড়িয়ে দিয়েছিল ভারতের সনাতনী ভীত।

তবে বেশিরভাগ শিল্পীর মতে, পুরুষ নগ্নতা অশ্লীল নয়! শৈল্পিক সৌন্দর্য থাকলেও থাকতে পারে। কিন্তু একে ‘ইরোটিক’

তকমা দেয়া যায় না। তারা আমির খানের পোস্টারকে ফ্রন্টাল ন্যুডিটি বা পর্নোগ্রাফিক বলতে নারাজ।

তবে এত সব কিছুর পরেও ভারতীয় চোখ নাকি পেলব কোমল রমণী দেহে বিকিনি বা লো-কাট চোলি দেখতেই পছন্দ

করে। পুরুষ-নগ্নতা ভারত জুড়ে এখনও ‘শক ভ্যালু’।

(ওএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test