E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নায়িকা কঙ্গনা

২০২০ জুন ২৭ ১৮:০৬:৪০
চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নায়িকা কঙ্গনা

বিনোদন ডেস্ক : বলিউডে সমকালীন নামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম কঙ্গনা রানাওয়াত। তার অভিনয়শৈলী খুব সহজেই মুগ্ধতা ছড়ায় রুপালি পর্দায়। শুধু অভিনয় নয়, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেও আলোচনায় থাকেন এই নায়িকা। এবার চীনের বিরুদ্ধে ভারতবাসীকে রুখে দাঁড়াতে বললেন নায়িকা।

ভারতীয় সেনার উপর চিনের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, ‘লাদাখে যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা করছে চিন, তার বিরুদ্ধে দেশের প্রত্যেক মানুষকে গর্জে উঠতে হবে। একজোট হতে হবে সবাইকে। মানসিকভাবে দাঁড়াতে হবে ভারতীয় সেনার পাশে।’

কঙ্গনা আরও বলেন, ‘চীনের পণ্য দেশের প্রত্যেকটি মানুষকে বর্জন করতে। চীনের যে সব কোম্পানি ভারতে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে।’

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে তিনি ভারতীয় সীমান্তে জোর করে ঢুকে পড়ে চীন যে হামলা চালাচ্ছে, কড়া ভাষায় তার বিরোধিতা করেছেন। এদিকে সীমান্তে স্থিতাবস্থা বদল করতে চাইলে দুই দেশের শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে বেজিংকে কড়া সুরে হুমকি দিয়েছে ভারত।

(ওএস/এসপি/জুন ২৭, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test