E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

২৭ জানুয়ারি আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৪ আগস্ট ১৪ ১৫:৫০:১৪
২৭ জানুয়ারি আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠন

বিনোদন ডেস্ক : প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগের মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ২৭ জানুয়ারি  দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত এ দিন ধার্য করেন।
এ বছরের ৩০ এপ্রিল আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরীর আদালতে প্রথম স্ত্রী কিংবা সালিশি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইনের ৬(৫)(বি) ধারার অপরাধ। এই মামলাটি দায়ের করেন।
মামলায় দ্বিতীয় বিয়ের কাবিননামা দাখিল করার পাশাপাশি ওই বিয়ের কাজি মওলানা মো. নাছির উদ্দিনকে মামলায় স্বাক্ষীও করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই রুমি লামিয়ার পরিবারের কাছে যৌতুক দাবী করে আসছিল। সর্বশেষ ২০ লাখ টাকা যৌতুক না দিলে রুমি অনন্য বিয়ে করার হুমকি দেয়।
লামিয়া তার অভিযোগে আরো বলেন রুমির চাহিদামতো যৌতুক না দেওয়ায় রুমি ২০১২ সালের ২৪ অক্টোবর আমেরিকা প্রবাসি জনৈকা কামরুননেসাকে দ্বিতীয় বিয়ে করে।
এর আগে লামিয়ার দায়ের করা মামলায় ২০১৩ সালের ১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেফতার হন রুমি। ওইদিনই তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দেন আদালত।
গত ২০০৮ সালের ১৭ এপ্রিল আরফিন রুমির সঙ্গে বিয়ে হয় লামিয়া ইসলাম অনন্যার। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। একমাত্র সামস তাবরীজ আরিয়ানের বয়স এখন চার বছর।
এ ছাড়া ও অপর আরো একটি মামলায় গত রোববার ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে নির্যাতন অভিযোগে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান নারী ও শিশু নিযাতন মামলায় চার্জ গঠন করা হয়েছে রুমির বিরুদ্ধে।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test