E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

খারাপ লাগলে পিকে দেখবেন না: সুপ্রিম কোর্ট

২০১৪ আগস্ট ১৫ ১২:২১:২৫
খারাপ লাগলে পিকে দেখবেন না: সুপ্রিম কোর্ট

বিনোদন ডেস্ক : সম্পূর্ণ নগ্ন দেহে রেল লাইনের উপর দাঁড়িয়ে আছেন, যৌনাঙ্গ ঢেকেছেন শুধুমাত্র ট্রানজিস্টর দিয়ে। আসন্ন ছবি ‘পিকে’-র পোস্টারে আমির খানকে এই অবস্থায় দেখা যেতে বিতর্কের ঝড় ওঠে দেশ জুড়ে। ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করেছিল এক মানবাধিকার সংগঠন। সেই আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্টই জানাল, ভাল না লাগলে, দেখবেন না! ছবি মুক্তি পাবে।

‘বিতর্কিত’তকমা দিয়ে ভারতে ছবি নিষিদ্ধ করার নজির কম নয়। বহু ক্ষেত্রেই যদিও বা ছবি মুক্তি পায়, স্বেচ্ছাসেবী সংগঠন ও আদালতের চাপে পড়ে বাদ চলে যায় বিতর্কিত অংশ।

তবে ‘পিকে’র ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যা বলল, সেটাই এক কথায় নজিরবিহীন।

দেশটির প্রধান বিচারপতি আর এম লোঢা বলেন, ‘ফিল্ম তো বিনোদন। ছবি মুক্তিতে বাধা দেওয়ার অর্থ, কারও না কারও অধিকার ভঙ্গ। তা ছাড়া সবই তো আজকাল ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। কী লুকোবেন আপনি?’

স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবীর যুক্তি ছিলো, ‘পিকে’-র বেশ কিছু দৃশ্য সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। ব্যাহত হতে পারে শান্তিশৃঙ্খলা।

সে যুক্তি নাকচ করে দিয়ে শীর্ষ আদালত বলেন, ‘শিল্প ও বিনোদনের ক্ষেত্রে জোর করে ধর্ম টেনে আনার কোনও মানে হয়না।’

৩১ জুলাই পিকে-র পোস্টার মুক্তি পাওয়ার পর ভারত জুড়ে সমলোচনার ঝড় ওঠে। অনেকে বলেছিলেন দৃশ্যটা নকল। নগ্ন হয়ে মোটেই শুট করেননি আমির।

বিএসপি নেতা সতীশ মিশ্র বলেন, একজন অভিনেতা, যিনি নাকি নিজেকে সমাজসেবী বলে দাবি করেন... তাঁর পোস্টার রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে। গায়ে ছিটেফোঁটাও জামাকাপড় নেই।

(ওএস/এটিআর/আগস্ট ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test