E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এ মাসেই সেন্সরে যাচ্ছে ‘কিস্তিমাত’

২০১৪ আগস্ট ১৬ ১১:০৭:৫৮
এ মাসেই সেন্সরে যাচ্ছে ‘কিস্তিমাত’

বিনোদন ডেস্ক : কামাল হাসানের প্রযোজনায় আশিকুর রহমানের দ্বিতীয় চলচ্চিত্র ‘কিস্তিমাত’ ডাবিং শেষ করে চলতি মাসেই সেন্সরের জন্য জমা দেয়া হবে বলে জানা গেছে।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘সেন্সর ছাড়পত্র পেলেই প্রচারণা শুরু হবে। তারপর মুক্তির সিদ্ধান্ত নেব। চলচ্চিত্রটি ঈদে মুক্তি দিতে চাই না। আমরা যে সব সিনেমা হল চাই, সেগুলো পেতে হলে ঈদ ছাড়া অন্য সময়ে ছবিটি মুক্তি দিতে হবে।’

এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও আঁচল। চলচ্চিত্রের কাহিনীতে দেখা যাবে- খামখেয়ালি একজন পুলিশ কর্মকর্তার কাজকর্মে তেমন মন নেই। কিন্তু এই ব্যক্তিই এক সময় অসম্ভব সাহসী হয়ে ওঠেন। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার বুদ্ধির কাছে হার মানে অন্যরা।

কাশেম আলী দুলালের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটির চিত্রগ্রহণও করছেন আশিকুর রহমান। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, ইলিয়াস কোবরা, জাদু আজাদ, রেবেকা, সজল প্রমুখ।

(ওএস/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test