E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সপ্তাহব্যাপী সালমান শাহ স্মরণ উত্সব

২০১৪ আগস্ট ১৯ ১১:৪৩:৪৭
সপ্তাহব্যাপী সালমান শাহ স্মরণ উত্সব

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি এক অভিনেতা সালমান শাহ। নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে তার অভিষেক হয়। মাত্র চার বছরে অভিনীত ছবির সংখ্যা ২৬টি। এই ছবিগুলো শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, সময়ের ব্যবধানে হয়ে উঠেছিল এক একটি ইতিহাস।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর প্রয়াণের দেড় যুগ অতিবাহিত হবে। জনপ্রিয় এই নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করছে ঢুলি কমিউনিকেশনস। ৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ বলাকা সিনেওয়ার্ল্ডে শুরু হবে ‘সালমান শাহ স্মরণ উত্সব-২০১৪’। এ প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘মৃত্যুকে শোক নয় বরং সালমানের সৃজন উত্কর্ষকে অনুপ্রেরণায় পরিণত করতেই আমাদের এ আয়োজন। সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে সালমান শাহ্ অভিনীত জনপ্রিয় ৭টি চলচ্চিত্র। সঙ্গে থাকছে চিত্রতারকাদের উপস্থিতিতে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ সুভ্যেনির প্রকাশনা। পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে সালমান শাহর চলচ্চিত্র ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’

চলচ্চিত্র ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোটি ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ্। প্রসঙ্গত, সালমান শাহর অকাল মৃত্যুর পর এটাই প্রথম কোনো স্মরণ উত্সব যেখানে নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রদর্শিত হবে তার সাতটি আলোচিত চলচ্চিত্র।

(ওএস/এইচআর/আগস্ট ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test