E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আপত্তিকর ছবি প্রকাশে সঙ্গীত পরিচালক ইমন গ্রেফতার

২০১৪ আগস্ট ২১ ০৩:৩৩:১৯
আপত্তিকর ছবি প্রকাশে সঙ্গীত পরিচালক ইমন গ্রেফতার

বিনোদন ডেস্ক : সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ কৌশলে তরুণীদের নগ্ন ছবি ও নগ্ন ভিডিও প্রকাশের দায়ে। বুধবার দিনগত রাত ১টার দিকে রাজধানীর বেইলী রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এসময় ইমনের কাছ থেকে তরুণীদের বিপুল পরিমাণ নগ্ন ভিডিও ও ছবি পাওয়া যায় বলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান। গ্রেফতারের সময় একটি ল্যাপটপও জব্দ করে পুলিশ। মনের কথিত স্ত্রী জিনাত কবির তিথীর (২৫) করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখায়। জানা যায় তিথীর সঙ্গে দীর্ঘদিন এ নিয়ে ঝামেলা চলছিল। পরে ১৮ আগস্ট রমনা থানায় মামলা করেন তিনি। মামলা নম্বর ৩২।

বুধবার রাতে রমনা থানার ডিউটি অফিসার মনজুরুল জানান, বাদীর এফআইআর ভুক্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন (আইসিটি এ্যাক্ট) ২০০৩ (সংশোধিত-২০১৪) এর ৫৭ ধারা গ্রেফতার দেখানো হয়েছে।

ডিউটি অফিসার জানান, ভিকটিম অত্যন্ত সুকৌশলে তরুণীদের নগ্ন ছবি ও ভিডিও ইমেইল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। এটি একটি গুরুতর অপরাধ।

রমনা থানায় রাতে কথা হয় ইমনের সঙ্গে। তিনি বলেন, আমার কি ওই বয়স আছে। আমি নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ করবো। এটা ফালতু কথা। পুলিশ আমার বাসায় গিয়ে বলে থানায় যেতে হবে। আমি একটি টি শার্ট ও ট্রাওজার পরেই চলে আসি। দেখি উনারা কি করেন।

(ওএস/পি/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test