E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টুইটারের নতুন সদস্য কাজল

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১২:১৬:৪৫
টুইটারের নতুন সদস্য কাজল

বিনোদন ডেস্ক : আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সবারই একটা কমন ঠিকানা টুইটার। বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রী কাজল এই ট্র্যাকের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

সেপ্টেম্বরের ১৫ তারিখ নিজের নামে অ্যাকাউন্ট খুলে টুইটার ফ্যামিলির সদস্য তালিকায় এন্ট্রি নিলেন অজয় দেবগনের ‘বেটারহাফ’ কাজল দেবগন।

সম্প্রতি এই অভিনেত্রী জাতিসংঘের ‘হেল্প আ চাইল্ড রিচ দ্য এইজ অব ফাইভ’ ক্যাম্পেনের প্রচারের কাজে যুক্ত হয়েছেন। তাই টুইটার অ্যাকাউন্টে কাজলের প্রথম টুইট— ‘হাই গাইস! জয়েনিং টুইটার ফর আ ফিউ উইকস, অল ফর আ গুড কজস’।

পরে ‘ডিডিএলজি’ নায়িকা আরেকটি পোস্টে জানান, ‘ওয়াও সো মাচ লাভ ফ্রম ইউ গাইস! আই ডোন্ট ইভেন নো হোয়াট টু সে, এক্সেপ্ট আই লাভ ইউ মোর! অ্যান্ড ইয়েস আই অ্যাম হেয়ার ফর আ গুড কজস’।

টুইটার অ্যাকাউন্টে নিজের নাম নথিভুক্ত করা ও এই ধরনের কাজে স্ত্রীর যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন হাবি অজয় দেবগন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test