E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাট্যকার গোলাম মাওলা রনি

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৮:৫০:০৭
নাট্যকার গোলাম মাওলা রনি

বিনোদন ডেস্ক : আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি নাট্যকারের খাতায় নাম লেখালেন। নাটকের নাম ‘রাজমহলের লেখক’।

নাটকটি এটিএন বাংলায় ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন সবুর খান। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, অহনা, আল মনসুর, তারিক স্বপন, ফাহমিদা, নূপুর, শান্তা প্রমুখ।

নাটকটি সম্পর্কে গোলাম মাওলা রনি জানান, নাটকের কাহিনী আবর্তিত হয়েছে রাজমহলের লেখক রায়হান সাহেবকে নিয়ে। আর রায়হান সাহেবের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে দেখা যাবে রায়হান সাহেবের নতুন উপন্যাস ‘রাজমহল’ পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এক বিকালে ফুরফুরে মেজাজে রিকশা করে বাসায় ফেরার পথে তিনি অভিনব ছিনতাই দলের কবলে পড়েন। কথার জালে মুগ্ধ করে রায়হান সাহেবের সবকিছু তারা কেড়ে নেয়।

এর পর থেকে তার মনোজগতে বিরাট পরিবর্তন দেখা দেয়। স্ত্রী সাহানার সব কিছুই তার অসহ্য লাগে, এই সুযোগে তার খুব কাছে চলে আসে ‘রাজমহল’ উপন্যাসের একজন ভক্ত পাঠিকা অরুণা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test