E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

 

আইটেম গানে এবার আনুশকা

২০১৪ অক্টোবর ২০ ১৬:৫৬:২৯
আইটেম গানে এবার আনুশকা
 
 

বিনোদন ডেস্ক : বলিউডে চলছে আইটেম গানের ঝড়। প্রায় সব পরিচালকই এখন নিজেদের ছবির শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করছেন জমকালো আইটেম গান। প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো প্রথম সারির নায়িকারা ইতোমধ্যেই আইটেম গানে মাতিয়েছেন বলিউড। এবার এ তালিকায় নাম লেখাতে চলেছেন ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা আনুশকা শর্মা।

জোয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’ ছবিতে রনবীর সিংয়ের বিপরীতে অভিনয় করছেন আনুশকা। আর নিজের ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করবেন এ বলিউড হট চিক।

জানা গেছে, সুইং নামের এ আইটেম গানটিতে আনুশকার পাশাপাশি ছবির অন্যান্য কলাকুশলীদের দেখা যাবে, তবে লাইমলাইটেই থাকবেন আনুশকা।

উল্লেখ্য, ‘দিল ধাড়কানে দো’ ছবিতে আরও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া, ফারহান আখতার, অনিল কাপুর ও শেফালি শাহ।

(ওএস/এটিআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test