E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কঙ্গনার ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশ্যে

২০২৩ অক্টোবর ০২ ১৭:০০:৫৬
কঙ্গনার ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা কঙ্গনা রানাউতের ‘তেজস’ সিনেমা চলতি মাসেই মুক্তি পাচ্ছে। আজ (২ অক্টোবর) ভারতের গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে এ সিনেমার টিজার।

কঙ্গনা অভিনয় দক্ষতা বারবার প্রশংসিত হয়েছে। ‘তেজস’ সিনেমার টিজার প্রকাশের পর তা আরও একবার প্রমাণিত হলো। ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজার দেখে দর্শকরা বিস্মিত হয়েছেন। টিজার মুক্তির সময় ঘোষণা করা হয়েছে ‘এয়ার ফোর্স ডে’ অর্থাৎ ভারতীয় বিমানসেনা দিবস ৮ অক্টোবর প্রকাশ্যে আসবে সিনেমার ট্রেলার।

‘তেজস’ সিনেমায় বিমানসেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। তার ভক্ত-অনুরাগীদের দাবি, অনেক প্রতীক্ষার পর এ সিনেমাই ভাগ্য ফেরাতে অভিনেত্রীর ক্যারিয়ার। দেশপ্রেমে ভরপুর এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও।

টিজারে দেশ ভালোবাসার স্পষ্ট আভাস মিলেছে। এবং এ সিনেমা যে অ্যাকশনে ভরপুর তা বলাই বাহুল্য। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ নিঃসন্দেহে বাড়িয়েছে উত্তেজনা, ‘ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’ অর্থাৎ ‘ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না’। আপাতত সবাই অপেক্ষায় ৮ অক্টোবর ট্রেলার মুক্তির।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের দেশের ভালোবাসার জন্য উড়ান নিতে প্রস্তুত! ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না। ট্রেলার আসছে ভারতীয় বিমানসেনা দিবস, ৮ অক্টোবরে।’

(ওএস/এসপি/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test