E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ

২০১৫ মে ২৪ ১০:২২:০৮
কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ
 
 

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব আসর কান চলচ্চিত্র উৎসব পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে আজ। ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কান’এ টানা ১২ দিন চলা এই জমলাকালো আসর  এই উৎসবে অংশ নিয়েছেন বিশ্বের নামি-দামি সব তারকা।

হলিউড থেকে বলিউড, ইরান থেকে চীন- সব অঞ্চলের তারকারই ছিল এবারের এই উৎসবে। বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, নন্দিতা দাশ, মলি্লকা শেরওয়াতরা অংশ নিয়ে উত্তাপ বাড়িয়েছেন। এবার ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা গেছে বেশ সরব উপস্থিতি।

এ বছর মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৯টি চলচ্চিত্র। উন সার্টেন রিগার্ড ক্যাটাগরিতে প্রদর্শিত হয়েছে আরও ১৯টি। প্রতিযোগিতার বাইরে থেকে প্রদর্শিত হয়েছে ৬টি চলচ্চিত্র। মিডনাইট প্রজেকশন্সে আছে তিনটি আর স্পেশাল স্ক্রিনিংয়ে ৭টি চলচ্চিত্র। এ ছাড়া শর্ট ফিল্ম ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন ফিল্ম স্কুলের শিক্ষার্থীদের বানানো আরও ১৮টি শর্ট ও মিডিয়াম লেংথ মুভি দেখানো হয়েছে সিনেফন্ডেশন ক্যাটাগরিতে। কান ক্ল্যাসিকস ক্যাটাগরির সিনেমাগুলোকে তিনটি উপ-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রিস্টোর্ড প্রিন্টস, ডকুমেন্টারিস ও ট্রিবিউটস।

১৬টি ক্ল্যাসিক চলচ্চিত্রের প্রিন্ট রিস্টোর করে দেখানো হচ্ছে। ডকুমেন্টারি সেকশনে ভুক্তি সংখ্যা ১০ এবং ট্রিবিউটস সেকশনে ভুক্তি ৬টি। আর শহরটির মেসিয়া বিচে যে বিশেষ প্রদর্শনী হয়, সিনেমা দি লা প্লাগ, তাতে দেখানো হয়েছে আরও ১১টি চলচ্চিত্র। উৎসবটিতে মূল আয়োজকদের আয়োজনের বাইরেও কিছু আয়োজন রয়েছে। তারই একটি ডিরেক্টরস ফোর্টনাইট। আর এ আয়োজনে দেখানো হয়েছে আরও ১৫টি চলচ্চিত্র।

এ বছর গত ১৩ই মে ফ্রান্সের ভূমধ্যসাগর তীরবর্তী শহর কানে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। আড্ডা-মজা-ছবি দেখা অনেক হয়েছে। এখন সবার নজর শুধুই পুরস্কারের দিকে। তাই পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত কেউ স্বস্তি পাচ্ছেন না।

(ওএস/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test