E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

 

 

আবার ওজন বাড়ালেন অপু বিশ্বাস

২০১৫ জুন ০২ ১০:৩২:২৫
আবার ওজন বাড়ালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : বছর দেড়েক আগে নিজেকে জিরো ফিগারে হাজির করেছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। কিন্তু আবার চরিত্রের প্রয়োজনেই নিজের শরীরের ওজন বাড়াতে হলো এ অভিনেত্রীকে।

 

১ জুন থেকে তিনি শুটিং শুরু করেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন চলচ্চিত্র ‘সম্রাট’ এর। এ ছবির জন্যই তিনি দুই কেজি ওজন বাড়িয়েছেন বলে জানান। অপু বিশ্বাস বলেন, ‘গত এক মাস ধরে আমি টানা জিম করছি। আগে আমার ওজন ছিল ৫৬, এখন ৫৮ কেজি। এক্ষেত্রে জুমবা অরোবিক্স করেছি। আমার যে ফিটনেস ট্রেইনার আছে ওর সঙ্গে পরামর্শ করে নিয়েছিলাম। আগে ডায়েটের একটি বিষয় ছিল। কিন্তু গত একমাস যখন যা মন চেয়েছে তা খেয়েছি। ডায়েট বলতে আমার ক্ষেত্রে কোন বিষয় ছিল না। জীবনে অনেক ছবিতে অভিনয় করেছি।

একসময় গদবাঁধা কাজ করতাম। এখন বেছে বেছে কাজ করছি। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সম্রাট-দ্য কিং ইজ হেয়ার’ ছবিতে বেশ ব্যাতিক্রমধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে। এর আগে কখনও এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আমার দর্শকের জন্য নতুন একটি চমক রয়েছে ছবিতে।’

বলে রাখা ভালো, ২০১৪ সালে ওজন কমিয়ে বেশ বিপাকে পড়েছিলেন ঢাকাই ছবির এ নায়িকা। সেসময় তার ওজন ছিল ৭২ কেজি। এরপর তা কমিয়ে ৫৬ কেজিতে নিয়ে এসছিলেন।৭২ কেজি ওজন থাকাকালে ‘দুই পৃথিবী’ ছবিটির শুটিং শুরু করেছিলেন অপু। কিন্তু প্রযোজকের ঝামেলার কারণে মাঝ পথে এর কাজ বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পরেই আবার ছবিটির শুটিং শুরু হয়েছিলো। আর তখন অভিনয় করতে গিয়েই বিপাকে পড়েছিলেন। পূর্বের দৃশ্যের দেহবয়বের সঙ্গে কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না তিনি।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test