E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নিভৃত স্বপ্ন আবর্তে ফারাহ্ রুমা

২০১৪ মে ১৯ ২০:৪৫:৪০
নিভৃত স্বপ্ন আবর্তে ফারাহ্ রুমা

রিনি ও সাইফ সুখী দম্পতি। তবে দুঃখ একটাই তাদের ঘরে সন্তান নেই। সাইফ কোনোদিনই বাবা হতে পারবেন না এটা তিনি জানেন।

আর স্ত্রী রিনিকে এই বিষয়টি জানান দিতে গিয়েই সাইফ তার ভালো লাগার একটি স্থানে স্ত্রী রিনিকে নিয়ে যান। আর সেখানে ঘটে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নিভৃত স্বপ্ন আবর্তে’।

নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।

নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও ফারাহ রুমা।

পরিচালক জানান, ‘এটা মূলত দাম্পত্য-সঙ্কটের এক নিভৃত গল্প। এখানে দেখানো হয়েছে রিনি ও সাইফ নামের এক দম্পতির সুখ ও দুঃখগাথা। সাইফ জানেন তিনি কোনোদিন বাবা হতে পারবেন না। আর এ বিষয়টি স্ত্রীকে জানানোর জন্য তার ভালোলাগার একটি স্থানে নিয়ে যান রিনিকে। সেখানে ঘটে সম্পূর্ণ ভিন্ন ঘটনা।’

‘নিভৃত স্বপ্ন আবর্তে’ অভিনয় প্রসঙ্গে শতাব্দী ওয়াদুদ বলেন, ‘নাটকের স্টোরি ভালো। আর আমার চরিত্রটিও ছিলো বেশ কঠিন। কাজটি ভালো হয়েছে বলবো।’

ফারাহ্ রুমা বলেন, ‘শতাব্দী ওয়াদুদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তিনি গুণী অভিনেতা। তার সঙ্গে একত্রে কাজ করতে পারায় ভালো লাগছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’

আসছে ঈদে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

(ওএস/এস/মে ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test