E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বিজ্ঞাপনে জেনী ও নাসিম

২০১৬ জানুয়ারি ১১ ১৭:২২:১৫
বিজ্ঞাপনে জেনী ও নাসিম

বিনোদন ডেস্ক : জেনী ও নাসিম আরএফএল’র একটি বিজ্ঞাপনে জুটি হয়েছেন। সম্প্রতি কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। এটি নির্দেশনা দিয়েছেন সানবীম আশরাফ।

এই বিজ্ঞাপন দিয়েই প্রথমবারের মতো মডেল জুটি হলেন নাসিম ও জেনী। এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘নাটক এবং নিজের ব্যবসায়িক কাজের ফাঁকে মাঝে মধ্যেই বিজ্ঞাপনে পারফর্ম করি। এক্ষেত্রে অবশ্যই বিজ্ঞাপনের থিম পছন্দ হতে হয়। নতুন এই বিজ্ঞাপনটির কনসেপ্টটা খুব সুন্দর বলেই এতে পারফর্ম করেছি। প্রচারে গেলে দর্শকদেরও ভালো লাগবে।’

জেনী বলেন, ‘নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ততা। বিজ্ঞাপনের অনেক প্রস্তাব পাওয়ার পরও কাজ করার সুযোগ হয় না। তাছাড়া কনসেপ্টও পছন্দ না হওয়ায় কাজ করা হয় না। তবে নতুন এই বিজ্ঞাপনটি একেবারেই ভিন্ন একটি থিম নিয়ে নির্মিত হয়েছে। আশা করছি দর্শকদের বেশ ভালো লাগবে।’

বিজ্ঞাপনটিতে ডিওপি হিসেবে ছিলেন মনিরুল ইসলাম মাসুম। ব্রেইনওয়ার্ক কমিউনিকেশন এজেন্সির বিজ্ঞাপনটির প্রোডাকশন হাউজ কালারমাইন্ড। নির্মাতা জানালেন, খুব শিগগিরই এটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test