E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শ্রীদেবী অভিনয়ের এনসাইক্লোপিডিয়া : বিদ্যা বালান

২০১৬ জানুয়ারি ১৮ ১৬:০০:০১
শ্রীদেবী অভিনয়ের এনসাইক্লোপিডিয়া : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে অভিনয়ের এনসাইক্লোপিডিয়া হিসেবে অভিহিত করলেন আরেক অভিনেত্রী বিদ্যা বালান। ৫২ বছর বয়সী শ্রীদেবীর অভিনয় জীবনের অন্যতম ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ অনেক বছর পর পুনরায় দেখে এই মন্তব্য করেছেন তিনি।

১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে শ্রীদেবীর আওড়ানো একটি সংলাপ টুইটারে উল্লেখ করে বিদ্যা বলেন, ‘অভিনয়ের এনসাইক্লোপিডিয়া দেখছি, তিনি হলেন শ্রীদেবী।’ সংলাপটি বাংলা করলে দাঁড়ায়- ‘কামরা, কামরার সামনে ব্যালকনি, ব্যালকনির সামনে বাগান, বাগানের সামনে সমুদ্র।’

কালজয়ী ছবিটির সব কলাকুশলীকেই প্রশংসায় ভাসিয়েছেন বিদ্যা। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর কথায়, ‘আমরা তোমাকে ভালোবাসি মিস্টার ইন্ডিয়া। নিজ গুণে ও সারল্য মিশিয়ে চরিত্রটি বিশ্বাসযোগ্য করেছেন অনিল কাপুর। একেবারে খাঁটি অভিনয়।’

‘মিস্টার ইন্ডিয়া’র পরিচালক শেখর কাপুরেরও প্রশংসা করেন বিদ্যা। তিনি লিখেছেন, “শেখর কাপুর শিশুতোষ ছবি বানাতে পারেন ভালো। আমার খুব পছন্দের দুই ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ ও ‘মাসুম’ দুটোই বানিয়েছেন তিনি।”

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test