E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শখ-নিলয়ের জার্নি বাই ট্রেন

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১৪:১৪:৪৪
শখ-নিলয়ের জার্নি বাই ট্রেন

বিনোদন ডেস্ক : নবদম্পতি নিলয় ও শখকে দেখা যাবে ‘দ্য ট্রেইন’ নামক একটি নাটকে। শখ-নীলয় ছাড়াও এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান, শিখা খান প্রমুখ।

প্রেমের এক চমৎকার গল্প নিয়ে নাটকটি রচনা করেছেন সোহাগ ওয়াজেদ উল্লাহ। পরিচালনা করেছেন সোহাগ ওয়াজেদ উল্লাহ ও নাহিদ হাসান।

নির্মাতারা জানান, নিলয় ও শখের জনপ্রিয়তার কথা বিবেচনা করেই তাদেরকে এই নাটকে জুটি করা হয়েছে। বিয়ের পর থেকে তারা দুজনে বেশ কিছু দর্শকনন্দিত নাটকে কাজ করেছেন। তারা আরো বললেন, রাজধানীর কমলাপুরে নাটকটির শুটিং হয়েছে।

নির্মাতারা গল্প প্রসঙ্গে বলেন, ‘নিলয়ের জন্ম মফস্বলে। পড়াশোনা করেছেন কুষ্টিয়ায়। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় মামার বাসায় আসেন। ভর্তি হলেন কোচিংয়ে। মাঝে হঠাৎ করেই ফ্যামিলি ট্যুরে ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান করলেন মামা। নির্ধারিত দিনে ব্যাগ কাঁধে কমলাপুর স্টেশনে হাজির নিলয়। এর আগে কখনোই ট্রেনে চড়েননি। তাই স্টেশনটা ঘুরে ঘুরে দেখছেন। ট্রেন ছাড়বে ৮টায়। কিন্তু হঠাৎই মামা-মামিকে ভিড়ের মাঝে হারিয়ে ফেলেন।

তখনই আরেকটা ট্রেন এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে। দৌড়ে চেপে বসেন। মামাকে ফোন দেয়ার পর জানলেন ভুল ট্রেনে চড়েছেন। তার ট্রেনে এখনো ছাড়েনি। চলন্ত ট্রেন থেকে লাফ দেয়ার প্রস্তুতি নিতে থাকেন। ঠিক তখনই পেছন থেকে নীলয়ের হাত চেপে ধরেন শখ। ‘কী করছেন! মরে যাবেন তো!’ দুজন পাশাপাশি সিটে একজন আরেকজনকে জানলেন। ট্রেন চলছে তো চলছেই। চলছে মিষ্টি মধুর আলাপও।’

শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test