E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

একুশের প্রথম প্রহর ও গোলাম মুস্তাফা স্মরণানুষ্ঠান আবৃত্তি সমন্বয় পরিষদের

২০১৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:০৩:৫৭
একুশের প্রথম প্রহর ও গোলাম মুস্তাফা স্মরণানুষ্ঠান আবৃত্তি সমন্বয় পরিষদের

নিউজ ডেস্ক :বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আগামীকাল ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সেগুনবাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে অমর একুশের প্রথম প্রহর উদযাপন ও গোলাম মুস্তাফা স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। 

অনুষ্ঠানে গোলাম মুস্তাফাকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ ও সুবর্ণা মুস্তাফা। স্বাগত বক্তব্য রাখবেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ।

এছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন, কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, স্বরশ্রুতি, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, স্রোত আবৃত্তি সংসদ, মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, ত্রিলোক, স্বরকল্পন অবৃত্তিচক্র, স্বরচিত্র, স্বরব্যঞ্জন, মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র ও সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশকেন্দ্র।

(ওএস/এস/ফেব্রুয়ারি১৯,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test