E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আজ দিতির জন্মদিন

২০১৬ মার্চ ৩১ ১৬:৫৫:৪৩
আজ দিতির জন্মদিন

বিনোদন ডেস্ক : দিতি নেই, কিন্তু আজ তার জন্মদিন। ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন এই গুণী অভিনেত্রী। মাত্র পঞ্চাশ বছর বয়সে ২০ মার্চ সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান পরপারে।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছিল তার প্রথম চলচ্চিত্র। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে তিনি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর প্রতিবছরই ৩১ মার্চ দিতির জন্মদিনে হয়েছে নানা আনন্দ আয়োজন। দিতি হাসিমুখে মাতিয়ে রাখতেন সবাইকে। ব্যতিক্রম ঘটলো এবার। দিতির জন্মদিনে তিনিই নেই।

দিতির চলচ্চিত্র জীবনের বন্ধু মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আজ ৩১ মার্চ আমাদের প্রিয় পারভীন সুলতানা দিতির জন্মদিন। প্রতিবছর এই দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। সন্ধ্যায় তার বাসায় গিয়েছি। হৈ চৈ, গান বাজনা ও খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরেছি। ১৯৮৮ সাল থেকে এটা নিয়মিত হয়ে এসেছে। শুধু এবারই ব্যতিক্রম ঘটলো। আজ তার অনুপস্থিতি উপলব্ধি করছি। মনটা বড় বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘এক মায়ের পেটে জন্ম না নিলেও আমরা একে অপরের আপন ভাই বোন হয়ে উঠেছিলাম। আমাদের এই ভাই বোনের সম্পর্ক ছিলো সম্পূর্ণ নিখাদ ও নিঃস্বার্থ। দিতি তুমি যেখানেই থাকো তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি মহান আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন।’

দিতি অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘দুই জীবন’, ‘উছিলা’, ‘লেডি ইন্সপেক্টর’, ‘খুনের বদলা’, ‘আজকের হাঙ্গামা’, ‘স্নেহের প্রতিদান’, ‘শেষ উপহার’, ‘অপরাধী’, ‘কালিয়া’, ‘কাল সকালে’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সুইটহার্ট’।

চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও জনপ্রিয় মুখ ছিলেন দিতি। বেশকয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন। রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।

দিতি তার এক মেয়ে লামিয়া চৌধুরী এবং এক ছেলে দীপ্ত চৌধুরীকে রেখে গেছেন।

(ওএস/এএস/মার্চ ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test