E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এনটিভিতে আবার ‘হা-শো’

২০১৬ এপ্রিল ২৭ ১৩:৪৮:২৬
এনটিভিতে আবার ‘হা-শো’

নিউজ ডেস্ক :তিন বছরের ধারাবাহিক সাফল্যের পর আবারও এনটিভিতে শুরু হতে যাচ্ছে জোকস পারফরমেন্স ভিত্তিক প্রথম রিয়্যালিটি শো ‘হা-শো’। মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন ৪, পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক, কো-স্পন্সর মমতাজ হারবাল। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফর্মাররা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের ৫টি প্রধান বিভাগীয় শহরে অডিশন শুরু হবে। এজন্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া যথাসময়ে এনটিভিতে প্রচার হবে। হাসান ইউসুফ খানের প্রযোজনায় এবারও এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছেন সাজু খাদেম। এবার এই অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবেন জুয়েল আইচ, মাজহারুল ইসলাম ও চিত্রনায়িকা নিপুন।

এ উপলক্ষে আজ ২৬ এপ্রিল সকালে এনটিভি কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মার্সেল এর নির্বাহী পরিচালক মো: হুমায়ূন কবির এবং এনটিভি’র বিক্রয় ও বিপনন প্রধান রঞ্জন কুমার দত্ত। এছাড়াও এই অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খান, মার্সেল মার্কেটিং (নর্থ) এর এডিশনাল ডাইরেক্টর জনাব মোঃ মোশারফ হোসেন রাজিব, মার্সেল মার্কেটিং (সাউথ) এর ফার্স্ট সিনিয়র এ্যাসিষ্ট্যান্ট ডাইরেক্টর জনাব শামিম আল মামুন সহ ডাবর, মমতাজ হারবাল ও এনটিভি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জনাব মো: হুমায়ূন কবীর বলেন, ‘আমরা সব সময় দেশ ও মানুষের কথা বলি। আর এ এ ধরনের ব্যতিক্রম একটি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরাও আনন্দিত।’ প্রেস বিজ্ঞপ্তি

( ও/এস/এপ্রিল২৭,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test