E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ভয়ঙ্কর সুন্দর সত্যিকারেই ‘ভয়ঙ্কর সুন্দর’

২০১৭ আগস্ট ০৫ ১৭:১৩:৩১
ভয়ঙ্কর সুন্দর সত্যিকারেই ‘ভয়ঙ্কর সুন্দর’

সুপন সিকদার


অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’ দেখার আগ্রহটা অনেক দিনের। তাই ছবি মুক্তির দিনই দেখে আসলাম ‘ভয়ঙ্কর সুন্দর’। ছবিটি দেখে আমার ভালো লেগেছে, ছাপিয়ে গিয়েছে আমার প্রত্যাশাকেও। অনেকদিন পর নতুন কোন গল্পের সিনেমা দেখলাম।

সিনেমার কথা বলতে হলে বলবো, সকল অভিনেতা তাদের সেরা কাজটি করেছেন। বিশেষ করে পরমব্রোত চট্টোপাধ্যায় ও আশনা হাবিব ভাবনার অভিনয় ছিল চোখ ধাঁধানো।

'সিনেমায় নায়কের বাসায় পানি না থাকায় নায়ক নায়িকার অনুরোধে পাশের বস্তিতে যান পানি আনতে। নায়ক ঘটনাস্থলে যেয়ে দেখে সেখানে সবাই মহিলা। তাই তার মনে হয় সেখানে নায়িকা আসলে পানি নেওয়া অনেক সহজ হবে। নায়ক বাসায় ফিরে যায় এবং তার সাথে নায়িকাকে আসতে বলে। নায়িকা যাবার পর বস্তিবাসীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নায়িকাকে পাশের বস্তির মহিলারা মার দেয় এবং নায়িকাও ক্ষেপে মারতে যায়। এক পর্যায়ে মারতে মারতে নায়িকার জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং নয়িকা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। সিনেমার এই সিকোয়েন্সটি আমাকে স্পর্শ করেছে। সেই সিকোয়েন্সে পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা সুন্দর অভিনয় করেছে। বিশেষ করে অভিনেত্রী ভাবনা ফাটিয়ে দিয়েছেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্রসহ প্রমুখ। সিনেমায় সব অভিনেতা-অভিনেত্রীর অভিনয় ছিল সাবলীল। তবে বিশেষ করে ফারুক আহমেদ ও অ্যালেন শুভ্র 'জাস্ট' ফাটিয়ে দিয়েছেন।এই সিনেমা থেকে আমি অনেক কিছু শিখেছি। আশা করবো আপনারাও শিখবেন। সিনেমায় ক্যামেরা ও লাইটের কাজ ছিল অসাধারণ। আমি মুগ্ধ হয়ে দেখেছি। তবে গল্পটা আরেকটু বড় হতে পারতো। প্রথম দিকে সিনেমাটা খাপছাড়া মনে হচ্ছিল। তবে বিরতির পর গল্পটা পরিষ্কার বোঝা গেছে।

সত্যি কথা বলতে ‘ভয়ঙ্কর সুন্দর’ সত্যিকারেই ‘ভয়ঙ্কর সুন্দর’।

গতকাল একটি বেসরকারি টিভিতে অভিনেত্রী ভাবনা বলেছিলেন, সিনেমাটি দেখে দর্শকের চোখ জুড়াবে। তবে আমি চোখ জুড়ানোর জন্য সিনেমা দেখিনা আমি সিনেমা দেখি মন জুড়ানোর জন্য। সেই জায়গাতে পরিচালক অনিমেষ আইচ ও গল্প সার্থক। সিনেমাটি দেখে সবার ভালো লাগবে আশা করি।

লেখক : ছাত্র।

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test