E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বটমূলে হামলা: ১৩ বছরেও রায় নেই

২০১৪ এপ্রিল ১৩ ১৪:৫৫:৩৬
বটমূলে হামলা: ১৩ বছরেও রায় নেই

স্টাফ রিপোর্টার : ২০০১ সালে বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে বোমা হামলার বিচার আজও শেষ হয়নি। অথচ কাল সোমবার মামলাটি ১৪ বছরে পা দিতে যাচ্ছে। ১৩ বছরেও মামলার রায় দেখতে পারেনি জাতি।

জানা গেছে, রাষ্ট্রপক্ষের ভুলের কারণেই রায়টা শেষ মুহূর্তে এসেও হচ্ছেনা। গত বছর ২৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফসহ রাষ্ট্রপক্ষের ৬১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেন। এরপর গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় নতুন করে যুক্তিতর্ক।

দীর্ঘদিন শুনানি চলা অবস্থায় গত ২৩ মার্চ আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপনের সময় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ সাক্ষ্য দেয়ার সময় রাষ্ট্রপক্ষ তাকে দিয়ে খসড়া মানটিত্র, সূচিপত্র প্রদর্শনী হিসেবে চিহিৃত করাননি-মর্মে উল্লেখ করলে রাষ্ট্রপক্ষ তদন্ত কর্মকর্তাকে পুনরায় সাক্ষ্য দেয়ার জন্য আদালতে তলবের আবেদন করেন।
আদালত ওই আবেদন মঞ্জুর করলে আসামিপক্ষ ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন বলে জানান। গত বৃহস্পতিবার আদালত তদন্ত কর্মকর্তা আবু হেনা মো. ইউসুফের সাক্ষ্যগ্রহণ করতে পারেননি।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আসামিপক্ষের সময়ের আবেদন গ্রহণ করে আগামী ২২ এপ্রিল হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
এ সম্পর্কে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাহিদ সরদার জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারে রাষ্ট্র ও আসামি পক্ষ উভয়ই যাতে ন্যায় বিচার প্রায় সে চেষ্টাই তারা করছেন। তাই এটাকে বিলম্ব বলা যাবে না।
২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আব্দুল হ্ন্নাানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল হয়।

মামলার ১৪ আসামির মধ্যে মুফতি আব্দুল হ্ন্নাান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মাও. আবু তাহের, মাও. আ: রউফ, মাও. সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, মাও. শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, কারাগারে আছেন। মাও. আকবর হোসাইন ওরফে হেলালউদ্দিন জামিনে আছেন।

এছাড়া আসামি আলহাজ্ব মাও. মো: তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাও. আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাও. ইয়াহিয়া ও মুফতি আব্দুল হাই পলাতক আছেন।
২০০১ সালের ১৪ এপ্রিল ১ বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন। আদালত মামলাটিতে ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

(ওএস/এটি/এপ্রিল ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test