E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মশা মারার নতুন ওষুধ ‘ম্যালাথিওন’ আনা হচ্ছে

২০১৯ আগস্ট ০১ ১৬:১৭:১০
মশা মারার নতুন ওষুধ ‘ম্যালাথিওন’ আনা হচ্ছে

স্টাফ রিপোর্টার : দ্রুত মশা মারার নতুন ওষুধ ম্যালাথিওন আনা হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। মশার ওষুধ আনতে গড়িমসি করায় আজ তাকে হাইকোর্ট তলব করেছিলেন।

নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টায় তলবে হাজির হয়ে আদালতকে এ কথা জানিয়েছেন সচিব। স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও হাজির হয়েছিলেন আদালতে।

মশা মারার ওষুধ আনতে ও মশক নিধনে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি কর্পোরেশন সমন্বয় করে কাজ করবে বলেও আদালতকে জানিয়েছেন সচিব।

ডেঙ্গুকে জরুরি সমস্যা ধরে জি টু জি চুক্তি করে দ্রুত ওষুধ আমদানি করতে হাইকোর্ট পরামর্শ দিয়েছেন।

বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ পরামর্শ দিয়েছেন।

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাকেও তলব করা হয়েছিল।

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test