E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মাদক মামলায় পুলিশের এসআই আতিকুল চার দিনের রিমান্ডে

২০২০ জুন ১৯ ১৭:০৯:৩৭
মাদক মামলায় পুলিশের এসআই আতিকুল চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম ও তার সহযোগী রেজাউর রবের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৯ জুন) দুদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তাদের আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম বলেন, ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার আতিকুল ইসলাম পুলিশের উপ-পরিদর্শক হিসেবে বান্দরবান জেলায় কর্মরত। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে ইয়াবাসহ গ্রেফতার করি।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (১৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ১১ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়।

(ওএস/এসপি/জুন ১৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test