E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রামগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

২০২৩ এপ্রিল ০৯ ১৮:৫৮:৩৩
রামগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় হাফিজ মোল্লা (৩০) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

রবিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিল রাতে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকার শিশু পার্কের সামনে থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ হাফিজকে আটক করে ডিবি পুলিশ। পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মোশাররফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম আদালতে হাফিজের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং মামলার সাক্ষ্যপ্রমাণ ও চূড়ান্ত প্রতিবেদনের পর রোববার বিচারক এ রায় দেন।

(এস/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test