E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভিপি সেলিমের বরখাস্তের আদেশ স্থগিত 

২০২৩ নভেম্বর ২৩ ১৬:৪৮:৪৪
ভিপি সেলিমের বরখাস্তের আদেশ স্থগিত 

আদালত প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মোঃ সেলিম হোসেনের (ভিপি সেলিম) বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার বরখাস্তের আদেশ কেন বেআইনি এবং ক্ষমতাবহির্ভূত ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল এবং স্থগিতাদেশ জারি করেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার ও ব্যারিস্টার সোলায়মান তুষার।

এর আগে গত ২১ নভেম্বর বরখাস্তকৃত শিক্ষক মোঃ সেলিম হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেন হাইকোর্ট।

রিট আবেদনকারী একটি নন এমপিওভুক্ত ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ। সম্প্রতি শিক্ষক সেলিম হোসেনের ফেসবুক আইডি হ্যাক করা হয়। এ বিষয়ে আবেদনকারী সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন। পরবর্তীতে উক্ত ফেসবুক আইডি থেকে সরকার প্রধানকে পদত্যাগের আহ্বান জানিয়ে পোস্ট করা হয়। এরপর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে তদন্তের আদেশ দেয়া হয়। পুলিশ সুপার আবেদনকারীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অতঃপর রিট আবেদনকারীর হ্যাক হওয়া ফেসবুক আইডি থেকে পোস্টটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী মুলক ও শিষ্টাচার বহির্ভূত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ( মাউশি) গত ১৬ই নভেম্বর আবেদনকারীর বেতন ভাতা বন্ধসহ সাময়িক বরখাস্ত করেন।

আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বলেন, 'কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত "বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন, ২০১৯" কর্তৃক নিয়ন্ত্রিত। এছাড়া কলেজটি নন এমপিও ভুক্ত হওয়ায় গভর্নিং কমিটি কর্তৃক পরিচালিত। ফলে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) রিট আবেদনকারীকে কলেজের চাকুরি হতে সাময়িক বরখাস্ত করার কোন আইনগত এখতিয়ার নেই।

আইনজীবী শুনানিতে বলেন, বিবাদীরা ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে রিট আবেদনকারীকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেছেন যা বাংলাদেশ সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারের লংঘন।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, আশা করি শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিবাদীরা অতি দ্রুতই হাইকোর্টের রুলের জবাব দেবে।

(এসটি/এসপি/নভেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test