E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে এসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০২৪ মে ২৩ ১৯:০১:৫৪
ফরিদপুরে এসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলায় এক গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তার উপর এসিড নিক্ষেপ মামলায় সুজন কুমার হলদার (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা'র আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আসামি সুজন কুমার হলদার ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বেলেশ্বর গ্রামের সুশীল কুমার হলদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামি সুজন প্রতিবেশি জগন্নাথদী স্কুলপাড়া গ্রামের চৈতন্য মালোর স্ত্রী স্বরসতী মালো(২৩)কে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় শালিশের মাধ্যমে ওই গৃহবধূকে বিরক্ত না করতে আসামি সুজনকে সতর্ক করা হয়। এতে আসামি সুজন কুমার হলদার ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় স্বরসতী মালো রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় পিছন থেকে একটি বোতলে এসিড নিয়ে তার মাথা বরাবর ঢেলে দেয়। সেসময় তরল এসিডে স্বরসতীর মাথা, মুখ ও ঘাড় পুড়ে যায়। আহত গৃহবধূকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনার ২দিন পরে ১৮ নভেম্বর মধুখালি থানায় আহত স্বরসতীর ভাসুর কৃষ্ণ মালো বাদী হয়ে আসামি সুজন কুমার হলদারের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করে। সেসময় পুলিশ ঘটনাটি তদন্ত করে আসামি সুজনকে গ্রেফতার করে ও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপের এই ঘটনায় দুই জনকে অভিযুক্ত করে মধুখালি থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম প্রায় ১ বছর পর আদালতে এই মামলার চার্জশিট দাখিল করে।

অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সানোয়ার হোসেন জানান, মামলারটির দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে এসিড অপরাধ আইন ২০০২ এর ৫(ক) ধারায় বিচারক আসামি সুজন কুমার হলদার কে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। এসময় জরিমানার অর্থ ভিকটিম স্বরসতী মালোকে প্রদানের আদেশ দেন আলাদত। এছাড়া ওই মামলায় অপর অভিযুক্ত আসামী গৌতম মন্ডলের অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। পরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

(আরআর/এসপি/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test