E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বরিশালে ৫ জেএমবি’র মৃত্যুদন্ড

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১৬:৪৬:২৯
বরিশালে ৫ জেএমবি’র মৃত্যুদন্ড

বরিশাল প্রতিনিধি : ঝালকাঠীর সাবেক পিপি অ্যাড. হায়দার হোসেন হত্যা মামলায় ৫ আসামির সবাইকে মৃত্যু দণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হালিম মৃত্যু দণ্ডের এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ঝালকাঠি জজ শীপের দু’বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহিদ সোহেল আহমেদ চৌধুরী হত্যা মামলার রায়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানসহ শীর্ষ ৬ জঙ্গির ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে আসামিরা তাদের জবানবন্দিতে উল্লেখ করেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির বোমা হামলায় এ দু’বিচারক নিহত হন।
দণ্ড প্রাপ্ত আসামিরা হল আমির হোসেন, শাহাদত হোসেন তানভীর, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন ও সগির হোসেন।
মামলার রায়ের প্রতিক্রিয়ায় পিপি হায়দার হোসেনের ছেলে বাদী তারেক জানান, দীর্ঘদিন পরে হলেও বিচার পেয়েছি। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।
উল্লেখ্য, ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার সরকার পক্ষের কৌশলী অ্যাড. হায়দার হোসেনকে ২০০৭ সালের ১১ এপ্রিল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ আদায় শেষে বের হওয়ার সময় আসামিরা মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে তারিক ইবনে হায়দার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পরে সিআইড ইন্সপেক্টর মোশারেফ হোসেন ৫ জনকে অভিযুক্ত করে ২০১০ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৫ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়। আদালত ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
চার্জ শীট হওয়ার পরে মামলাটি বরিশাল দ্রুত বিচার আদালতে বিচারের জন্য বদলি করা হয়। দুই জন সাক্ষী না থাকায় এবং দ্রুত বিচারের সময় অতিবাহিত হওয়ায় বিচারক সা ক ম অনিসুর রহমান মামলাটি পুনরায় জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। বিজ্ঞ জেলা জজ মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।

(টিবি/পিবি/ফেব্রুয়ারি ১১,২০১৫)






















পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test