E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় রিমান্ডে ২

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৬:৩৭:২৭
কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় রিমান্ডে ২

সাতক্ষীরা প্রতিনিধি : তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. আব্দুস ছাত্তার ও যুবদল কর্মী গোলাম রসুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) শফিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে আব্দুস ছাত্তারকে কারা ফটকে ও গোলাম রসুলকে পুলিশ হেফাজতে রেখে তিন দিন করে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন জ্যেষ্ট বিচারিক হাকিম- ৩ আদালতের বিচারক গোলাম নবী।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলারোয়ার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ঐ দিন সকাল ১১ টার দিকে সাতক্ষীরা থেকে যশোরে যাওয়ার পথে কলারোয়া থানা বিএনপি অফিসের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায় । হামলায় সাংবাদিক ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমানসহ ১০ জন নেতা কর্মী জখম হয়।

এ ঘটনায় তৎকালীন কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪০/৪৫ জনের নামে ২০০২ সালের ২ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশের চুড়ান্ত প্রতিবেদনের ফলে মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘুরে জেলা ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে যায়। বাদি এর বিরুদ্ধে মহামান্য হাইর্কোটে রিভিশন পিটিশন দায়ের করেন।এক পর্যায়ে হাইর্কোটের নির্দেশে গত বছরের ১৫ অক্টোবর সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা মামলাটি এজাহার হিসেবে গন্য করার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ঐ দিনই মামলাটি(জি আর- ২৫৯) রেকর্ড করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকতা শফিকুর রহমান উপজেলা যুবদলের সহসভাপতি জহুরুল ইসলাম, যুগিখালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপি’র সহসভাপতি এ্যাড. আব্দুর ছাত্তার ও যুবদল কর্মী গোলাম রসুলকে এ মামলায় গ্রেফতার দেখান। এ মামলায় জহুরুল ইসলামকে দুই দিন, রবিউল ইসলামকে চার দিন ও আব্দুর ছাত্তারকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার বিবরণে আরো জানা যায়,গত ২২জানুয়ারি আব্দুস ছাত্তার ও গোলাম রসুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিন রিমান্ডের আবেদন জানান। বৃহস্পতিবার রিমান্ড আবেদন শুনানি শেষে আব্দুর ছাত্তারকে কারা ফটকে পাঁচ কর্মদিবসের মধ্যে তিন দিন ও গোলাম রসুলকে তিন দিন পুলিশ হেফাজতে রেখে ১০ কর্মদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান জানান, আগামী সোমবার থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test