E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় কিশোর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

২০১৫ আগস্ট ৩১ ১৬:১২:৫৪
কুষ্টিয়ায় কিশোর হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুরে মিঠু নামের এক কিশোরকে গলা কেটে হত্যার দায়ে মিন্টু নামের একজনকে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শফিউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিন্টু পলাতক রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৮ সালের ১৮ অক্টোর সন্ধ্যায় দৌলতপুর উপজেলার শেয়ালা গ্রামের মিন্টু ও হাসান নামের দুই যুবক ইয়াজুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মিঠুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন বাড়ির পাশে পুকুরের ধারে মিঠুর গলাকাটা লাশ পাওয়া যায়। ওইদিনই মিন্টু ও হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করেন স্বজনরা।

তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র মিন্টুর নামে আদালতে চার্জশীট দেয়।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test