E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের রায় আগামীকাল

২০১৫ নভেম্বর ১৭ ১২:৪১:০৮
মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদনের রায় আগামীকাল

স্টাফ রিপোর্টার : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের রায় আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ শুনানি শেষে এ দিন ধার্য করা হয়। আদলতে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পক্ষে উপস্থিত আছেন- আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী এসএম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।

অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চীপ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও একই বেঞ্চে শুনানির জন্য আজকের কার্যতালিকায় তিন নম্বরে রাখা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা-মুজাহিদ। এর আগে গত ২ নভেম্বর এ রিভিউ শুনানির দিন ধার্য ছিল। তবে তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন করলে পরবর্তী তারিখ ১৭ নভেম্বর ধার্য করা হয়।

এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনসহ ৪টি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর করা রিট আবেদনটির শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হলে এই অপারগতা প্রকাশ করা হয়। সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

আদেশের পর আমাতুল করীম বলেন, আদালত বলেছেন, বিষয়টি ইতিমধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ থেকে মীমাংসা হয়ে গেছে। এই মীমাংসিত বিষয় নিয়ে আমরা আর সময়ক্ষেপণ করতে চাই না। তবে আবেদনকারী চাইলে অন্য বেঞ্চে আবারও শুনানির জন্য উত্থাপন করতে পারবেন বলে জানান তিনি। ৩ নভেম্বর সাকা চৌধুরীর স্ত্রী হাইকোর্টে রিট আবেদনটি করেন। আবেদনে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭(৩) অনুচ্ছেদ যুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এই অনুচ্ছেদের মাধ্যমে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।

(ওএস/এসসি/নবেম্বর১৭,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test