E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘নিজামীর আপিল শুনানি শেষ হবে ১৫ ডিসেম্বরের আগে’

২০১৫ নভেম্বর ২২ ১৭:২১:৩৩
‘নিজামীর আপিল শুনানি শেষ হবে ১৫ ডিসেম্বরের আগে’

স্টাফ রিপোর্টার :অ্যাটর্নি জেনারলে মাহবুবে আলম বলেছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশবকালীন ছুটি শুরু হবে। এর আগেই জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি শেষ হবে। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব সঙ্গে কথা বলেন।

মাহবুবে বলেন, নিজামীর মামলায় আসামিপক্ষ এখন পেপারবুক উপস্থাপন করছে। ১৫ ডিসেম্বরের আগে মামলার শুনানি শেষ হবে বলে আশা করছি।

মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও সংঘটনে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দেয় ট্রাইব্যুনাল-১। ঐ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী।

(এমএইচএম/এসসি/নবেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test