E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

২০১৫ নভেম্বর ২৯ ১৬:৫৫:০৯
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্ট : নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তকৃত হিসাব কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব ‍কুমার ভট্টাচার্য্যবিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে কমিশন বৈঠকে এ সংক্রান্ত মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। শিগগিরই দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক এ কে এম ফজলে হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপার (সাময়িক বরখাস্ত) মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে দুদক ২০০৯ সালে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের অংশ হিসেবে দুদক তার কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায়। তবে তিনি হিসাব দাখিল করেননি। এ বিষয়ে তাকে বেশ কয়েকবার তাগিদও দেওয়া হয়। শেষ পর্য্ন্ত সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক তার বিরুদ্ধে ২৬ (২) ধারায় `নন সাবমিশন` মামলার অনুমোদন দেয়।

(ওএস/এইচআর/নভেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test