E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নীরবের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় : হাইকোর্ট

২০১৫ ডিসেম্বর ১৫ ১৪:৪৬:২৫
নীরবের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার : রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের (৫) মৃত্যুর ঘটনায় কেন তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

একই সঙ্গে রাজধানীতে যতগুলো ঢাকনাযুক্ত এবং ঢাকনাবিহীন ম্যানহোল, সুরঙ্গ, গর্ত, কূপ, স্যুয়ারেজ লাইন রয়েছে তার লোকেশন অনুসারে তালিকা তিন মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নীরবের মৃত্যুর ঘটনায় কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনগত কী ব্যবস্থা নিয়েছেন তাও জানতে চেয়েছেন আদালত।

বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দর সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

১৩ ডিসেম্বর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন ব্যারিস্টার আব্দুল হালিম।

রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর বাজারের পালপাড়া জাগরণী ক্লাবের সামনের খোলা ম্যানহোলে ৮ ডিসেম্বর বিকেলে ইসমাইল হোসেন নীরব পড়ে যায়। ঘটনার চার ঘণ্টা পর নীরবের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test