E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শরীয়তপুরের দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

২০১৫ ডিসেম্বর ২২ ১৩:৪২:২৭
শরীয়তপুরের দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের মো. সোলায়মান মোল্লা (৮৪) ও ইদ্রিস আলী সরদারের (৬৭) বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যর বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনাল একই সঙ্গে এই মামলায় পলাতক ইদ্রিস আলী সরদারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগসহ চার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।

আসামিরা শরীয়ত জেলার পালং থানার ৫ নম্বার ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার অধিবাসী।

তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, সোলায়মান মোল্লা ১৯৬৩ সালের পর মুসলিম লীগের নেতা হিসেবে শরীয়তপুর জেলার পালং থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি মানবাবিরোধী অপরাধ করেন। অপর আসামি গাজী ইদ্রিস আলীও মানবতাবিরোধী অপরাধ করেন। তিনি ১৯৬৯ সালে জামায়াতের ছাত্র সংগঠন ‘ইসলামি ছাত্র সংঘের’ নেতা ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় ইদ্রিস ইসলামি ছাত্র সংঘের সক্রিয়কর্মী ছিলেন। গত ১৫ জুন সোলায়মান মোল্লাকে আটক করে জেলে পাঠানো হয়। অপর আসামি ইদ্রিস আলী পলাতক রয়েছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test