E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাটোরে হেরোইন রাখার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ১৩:৩৫:৫৯
নাটোরে হেরোইন রাখার দায়ে যুবকের মৃত্যুদণ্ড


নাটোর প্রতিনিধি :নাটোরে আড়াই বছর আগে ১২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলার দায়রা জজ মো. রেজাউল করিম আজ বৃহস্পতিবার এই মাদক মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত ফারুক আহমেদ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের আব্দুল মতিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজার সামনে হানিফ পরিবহনের একটি বাস থেকে ২০১২ সালের ১২ জুলাই ফারুককে (৩২) আটক করা হয়েছিল।

তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগে এক কেজি ২০০ গ্রাম হেরোইন পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর থেকে ফারুক কারাগারে আটক রয়েছেন বলে জানান এই আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


(ওএস/এস/ফেব্রুয়ারি০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test