E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিনা পরোয়ানায় গ্রেফতার: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

২০১৬ মার্চ ২২ ১৫:৩৫:১০
বিনা পরোয়ানায় গ্রেফতার: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

স্টাফ রিপোর্টার :বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা নির্দেশনার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি একযুগ পর শুরু হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃতাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়েছে। ১১ মে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা পিটিশন মঞ্জুরের আদেশ পড়ে শোনান। এরপর অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম শুনানি মুলতবির জন্য সময় প্রার্থনা করেন।

রিট পিটিশন শুনানির পক্ষে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন বলেন, এক যুগ আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭ ধারা সংশোধনের হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্টের রায়েঢর নির্দেশনা সমূহ এখনো বহাল রয়েছে। কিন্তু সরকার ঐ রায় বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। যদি রায় বাস্তবায়ন করা হতো তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটতো না।





(ওএস/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test