E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ডিএমপি বিধিমালার ধারা চ্যালেঞ্জ করে রিট

২০১৬ মার্চ ২২ ১৫:৪৪:৩০
ডিএমপি বিধিমালার ধারা চ্যালেঞ্জ করে রিট

স্টাফ রিপোর্টার :বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য চেয়ে ঢাকা মহানগর পুলিশের জারি করা একটি নির্দেশনা স্থগিত চেয়ে এর আগে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। পরে সেই আবেদনটি ডিএমপি নিয়ন্ত্রণ ও নির্দেশনা বিধিমালা-২০০৬ অনুযায়ী খারিজ করে দেন আদালত। যে ধারা অনুযায়ী সেই আবেদন খারিজ করা হয়েছিল এবার সেই ধারাটি চ্যালেঞ্জ করেই একটি রিট আবেদন করা হয়েছে। রিটে ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা বিধিমালা ২০০৬) এর ৪ (খ) ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ২০ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকীসহ তিনজন এ রিট আবেদনটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার এ আবেদনটি বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে শুনানির জন্য রাখা ছিল। এ বিষয়ে রিটকারীর আইনজীবী অনিক আর হক সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা বিধিমালা ২০০৬) এর ৪ এর (খ) ধারাকে চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়েছে।

এ ধারা অনুযায়ী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। সে হিসেবে পুলিশ রাজধানীর বাসার মালিক ও বাসার ভাড়াটিয়াদের কাছ থেকে তথ্য চেয়ে একটি ফরম বিতরণ করেছে। সেখানে পুলিশ অনেক ব্যক্তিগত গোপনীয় তথ্য চেয়েছে। বিষয়টি সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই পুলিশকে এ বিধিমালা অনুযায়ী যেকোনো পদক্ষেপ নিতে সংবিধানের মৌলিক অধিকারসংক্রান্ত বিষয়গুলো মানতে হবে। কিন্তু পুলিশ এ বিধিমালা প্রয়োগে অপব্যাখা করছে বলে অভিযোগ এ আইনজীবীর।

(ওএস/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test