E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কিবরিয়া হত্যা: জামিন পেলেন মেয়র আরিফ

২০১৬ মার্চ ২২ ১৬:০৪:৫০
কিবরিয়া হত্যা: জামিন পেলেন মেয়র আরিফ



 সিলেট প্রতিনিধি :সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দিয়েছে হাইকোর্ট। তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহম্মদ ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে এই আদেশ দেয়।

২০০৪ সালে সিলেটে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া। এই মামলায় হাইকোর্টের জামিন আবেদন করেন মামলার আসামি মেয়র আরিফুল হক। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করে হাইকোর্ট। ঐ রুলের চূড়ান্ত শুনানি করে আদালত তার জামিন মঞ্জুর করে।

মেয়রের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও এ এম ইমামুদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মমতাজউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহম্মদ বশিরুল্লাহ শুনানি করেন।


(কেএএস/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test