E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

 সাতদিনের মধ্যে জনকণ্ঠ সম্পাদককে আত্মসমর্পণের নির্দেশ

২০১৬ মার্চ ২৮ ১১:৫৮:৫২
 সাতদিনের মধ্যে জনকণ্ঠ সম্পাদককে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার :বহুতল ভবনের নকশা জালিয়াতির মামলায় গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাতদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 

এ মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন মাসুদ। খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আপিলের অনুমতি দিয়ে সোমবার (২৮ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ।

২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর মালিবাগে বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগ এনে মামলাটি দায়ের করে দুদক।

২০০৮ সালে জনকণ্ঠ সম্পাদককে বিশেষ জজ আদালত সাত বছরের সাজা দেন। এ রায়ের বিরুদ্ধে মাসুদের আবেদন গ্রহণ করে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট তাকে খালাস দেন।

হাইকোর্টের এ খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। সোমবার আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে মাসুদকে সাতদিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।



(ওএস/এস/মার্চ২৮,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test