E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তনু হত্যাকাণ্ডের বিচার চেয়ে হাইকোর্টে রিট

২০১৬ এপ্রিল ০৩ ১৪:১২:৫৪
তনু হত্যাকাণ্ডের বিচার চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার :কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার সকালে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকায় আবেদনটি থাকবে বলে জানিয়েছেন ইউনুস আলী।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্টের অলিপুর এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজছাত্রী তনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। আজ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার না করায় এ রিট আবেদন করা হয়েছে বলে জানান ইউনুস আলী।

রিট আবেদনে হত্যার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন, পরিবারকে হয়রানি না করা, ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ নারীদের নিরাপত্তা বিধানের নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, মন্ত্রিপরিষদসচিব, প্রতিরক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসিসহ সংশ্লিষ্ট আটজনকে।


(এএফবি/এস/এপ্রিল০৩,২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test