E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১৮ জুলাই

২০১৬ জুন ০৬ ১২:০৯:২৪
খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন ১৮ জুলাই

 স্টাফ রিপোটার: যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের জন্য ১৮ জুলাই দিন ধার্য করা হয়েছে।

গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য ওই দিন ধার্য করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করার নির্দেশ দেন।

আদালতের সহকারী পিপি তাপস কুমার পাল বলেন, মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কপি দাখিলের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মর্মে ওই কপি আদালতে দাখিল করে।

এ সংক্রান্ত শুনানি শেষে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিচারক বদলি করে চার্জ শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন।


(এসআর/বিএইচ ৬জুন২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test