E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মীর কাসেমের সঙ্গে ছেলেসহ আইনজীবীদের সাক্ষাৎ

২০১৬ জুন ১১ ১৩:০৪:২৮
মীর কাসেমের সঙ্গে ছেলেসহ আইনজীবীদের সাক্ষাৎ

গাজীপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগার-২ এ সাক্ষাৎ করেছেন তার ছেলেসহ পাঁচ আইনজীবী।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনজীবীরা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।

যারা সাক্ষাৎ করেছেন তারা হলেন- মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ, বজলুর রহমান খান, নূর উল্ল্যহ ও নাজিবুর রহমান।

কাশিমপুর কারাগার-২’র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মীর কাসেম আলীর ছেলে ও আইনজীবীরা সকাল সাড়ে ১১ টার দিকে কারাগারে এসে সাক্ষাতের জন্য আবেদন করেন। পরে তাদের পৌনে ১২ টার দিকে সাক্ষতের সুযোগ দেওয়া হয়। রিভিউর ব্যাপারে আইনজীবী ও মীর কাসেম আলীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কারাগারের ভেতর কথা হয়। দুপুর পৌনে ১টার দিকে আইনজীবীরা কারা ফটক থেকে বেরিয়ে যান।

(ওএস/এএস/জুন ১১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test