E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

জঙ্গি সিহাবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

২০১৬ জুন ১৬ ১৫:৪৯:১৮
জঙ্গি সিহাবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার : লালমাটিয়ার ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত জঙ্গি সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশির এ আদেশ দেন।

এর আগে তাকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিহাবসহ আরো পাঁচজন এই হত্যা মিশনে অংশ নেয়। আর এই পাঁচজনকে সমন্বয় করে শরীফ। সিহাব এইচএসসি পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। দেড় মাসের সামরিক প্রশিক্ষণ নিয়ে টুটুল হত্যার অংশ নেয় সে।

তিনি বলেন, গত ১৩ জুন কামরাঙ্গীরচর এলাকা থেকে সৈয়দ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলায়মানী ওরফে আরাফাতকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সিহাবকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আজিজ সুপার মার্কেটে ‘জাগৃতি’ প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় জড়িতদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডটি সমন্বয়কের দায়িত্বে ছিলেন সেলিম।

এই দু’টি হত্যার সমন্বয়কারী সেলিম ও শরীফকে গ্রেফতার করতে পারলে এ বিষয়ে আরো তথ্য জানা যাবে বলেও জানান মনিরুল ইসলাম।

(ওএস/এএস/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test