E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মীর কাসেমের ফাঁসি, প্রস্তুত ছয় জল্লাদ

২০১৬ সেপ্টেম্বর ০৩ ২১:১৯:২৫
মীর কাসেমের ফাঁসি, প্রস্তুত ছয় জল্লাদ

রাজীবুল হাসান, কারাগারের ফটক থেকে : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় কার্যকর করতে কাশিমপুর কারাগারে ছয় জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। কারা সূত্রে এতথ্য জানা গেছে।

জল্লাদরা হচ্ছেন- শাহজাহান, নজরুল, রিপন, শাহিনুর, চাঁন মিয়া, দ্বীন ইসলাম।

কারাগার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর গাজীপুরে অবস্থিত কাশিমপুর কারাগারে ফাঁসির মঞ্চে আলো জ্বালানো ও শামিয়ানা টানানোর ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ছয় জল্লাদকে। তারা বিভিন্ন মামলায় সাজা খাটছেন। এই জল্লাদরাই ফাঁসি কার্যকরের আগে ও পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

সন্ধ্যার পর থেকে কারাগারকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সন্ধ্যার পর ওই এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কারাগারে অন্তিম প্রহর গুনছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। পরিবারের সদস্যদের সঙ্গেও তার শেষ সাক্ষাৎ হয়েছে।

শনিবার বিকেল ৩টা ৩৭ মিনিটে ছয়টি মাইক্রোবাসে ৪০ জনের বেশি পরিবারের সদস্য কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বের হন তারা।

(আরএইচ/এএস/সেপ্টেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test