E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্রিটেনের খালে ভারতীয় বংশোদ্ভূতের লাশ

২০১৮ ডিসেম্বর ০২ ১৮:২১:২৩
ব্রিটেনের খালে ভারতীয় বংশোদ্ভূতের লাশ

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ তিনেক হল খোঁজ মিলছিল না। পুলিশের পাশাপাশি পরিবারের লোকজন-প্রতিবেশীরাও তার খোঁজে উঠেপড়ে লেগেছিলেন। এমনকি, লেবার পার্টির এমপি কিথ ভাঁজও তার তল্লাশিতে প্রচার চালিয়েছিলেন।

২০ দিন ধরে জোরদার তল্লাশির পর অবশেষে ভারতীয় বংশোদ্ভূত পরেশ প্যাটেলের খোঁজ মিলল। তবে জীবিত অবস্থায় নয়। লেস্টার শহরের একটি খাল থেকে উদ্ধার হয়েছে পরেশের মৃতদেহ।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর শেষ বারের মতো দেখা গিয়েছিল ৪৮ বছরের পরেশকে। লেস্টারের অন্যতম ব্যস্ত রাস্তা বেলগ্রেভ রোড ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি। এরপর আর দেখা যায়নি তাকে।

পরেশের খোঁজে অনলাইনে ভিডিও প্রকাশ করে ফিরে আসার আর্তিও জানিয়েছিলেন স্ত্রী কল্পনা। তাতে পরেশের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘সকলেই তোমার জন্য চিন্তা করছে। ছেলেরা সব সময় তোমার কথা জিজ্ঞাসা করে। তোমাকে টেক্সট করার চেষ্টা করেছিলাম। কলও করেছিলাম। তোমার মা-ও সব সময় কাঁদছেন। জানি না, কী বললে তিনি শান্তি পাবেন।’

কল্পনার সঙ্গে সঙ্গে তাদের দুই ছেলে ১২ বছরের কিয়ান এবং নয় বছরের হার্শলও পরেশের খোঁজে সামিল হয়েছিল। পোস্টার এঁকে বলেছিল, ‘ফিরে এসো বাবা’। পরেশের খোঁজে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে লিফলেটও বিলি করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পরেশের দেহের ময়না তদন্তে কোনও রকম অস্বাভাবিক কিছু মেলেনি। তবে তার পরিবারের অনুরোধে এ নিয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে। এই ঘটনার পর কিথ ভাজসহ সকলে, যারা তল্লাশিতে শামিল ছিলেন, তাদের সকলকেই ধন্যবাদ দিয়েছে পরেশের পরিবার।

(ওএস/অ/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test